:
Radio Bikrampur 99.2 FM- Only Community Radio in Dhaka Division

About Radio Bikrampur

Radio Bikrampur 99.2 FM, the only community radio of Dhaka division initiated by Ambala Foundation, started broadcasting on 1st May 2012 in Munshiganj district and it’s adjacent area. It has been playing an incredible role in developing the community through disseminating information, culture, knowledge and broadcasting entertainment, awareness raising and health related programs from the beginning. It produces programs on the human rights of marginalized people, climate change, early marriage, health and nutrition, adolescent reproductive health, agriculture, technology to stop violence against women, promotes local culture, women, children, youth development, and any ongoing natural hazards or pandemic as well as different types of entertainment programs.

  • To develop acceptability of community radio in the community level.
  • To increase people’s knowledge through sharing of muti-disciplinary development sector information.
  • To rejuvenate local history and culture for new generation
  • To entertain the community people
Read More

Our Achivment

Radio Bikrampur 99.2 FM, the only community radio of Dhaka division initiated by Ambala Foundation, started broadcasting on 1st May 2012 in Munshiganj district and it’s adjacent area. Radio Bikrampur 99.2 FM is broadcasting from the Deobhog area of Munshiganj municipality using a 250-watt transmitter with coverage of 25 kilometers. Radio Bikrampur 99.2 FM programs are heard 6 hours a day, 7 days a week. Radio Bikrampur 99.2 FM offers new talent at the local level to participate in various activities of Radio Bikrampur through their news, bulletins, talk show, discussions, conversations, interviews, documentary reports, live broadcasts, local songs, jingles, radio features, phone-in programs, and awareness songs. It has been playing an incredible role in developing the community through disseminating information, culture, and knowledge and broadcasting entertainment, awareness-raising, and health-related programs from the beginning. It produces programs on the human rights of marginalized people, climate change, early marriage, health and nutrition, adolescent reproductive health, agriculture, technology to stop violence against women, promotes local culture, women, children, youth development, and any ongoing natural hazards or pandemic, as well as different types of entertainment programs. Radio Bikrampur has already won 6 Meena Media Awards, 1 DW Academy Award, and 8 Community Media Fellowships.

Photo Gallery

All Categories Study Tour Health Support Festival Gift Technical Training Family Support
কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি

Valued Clients

Latest News

আজ কি গরম বাড়বে, কদিন থাকবে এমন অবস্থা

আজ সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরম বাড়তে পারে—এমনটাই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। আরও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি।এতে মানুষের অস্বস্তি বাড়বে। কিন্তু বড় বৃষ্টির আগে এমনটা হতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আগামী ২ মের পর চলমান তাপপ্রবাহের অবস্থা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা গতকাল রোববার আরও তিন দিন বাড়িয়ে দিয়ে বিজ্ঞপ্তি দেয়। সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ গতকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

গরমের দাপট আজও থাকবে, মানুষের হাঁসফাঁস অবস্থা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।প্রচণ্ড গরমের কারণে সারা দেশে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে কুষ্টিয়া শহরের সড়কগুলো। শহরের থানা মোড়ে রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন চালক বিল্লাল হোসেন। তিনি রোদ থেকে বাঁচতে রিকশার হাতলের সঙ্গে লাঠির সাহায্যে ছাতা টাঙিয়েছেন। তিনি বললেন, ‘কোনো যাত্রী নাই। রোদে পুড়ে ঘুরছি। সন্ধ্যার পর কী হয়, দেখা যাক।’তাপপ্রবাহের কারণে পানিসংকটে পড়েছেন কুষ্টিয়ার কৃষকেরা। গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় খালে পানি নেই। আশপাশের নলকূপেও পানি উঠছে না। কুমারখালীর যদুবয়রা গ্রামের কৃষক লায়েব শেখ বলেন, এবার খালে-বিলে পানি নেই। বৃষ্টিও নেই। পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপেও পানি তুলতে সমস্যা হচ্ছে।কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, পানিসংকটের কারণে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। তবে বৃষ্টি হলেই সংকট কেটে যাবে।যশোরে ১৩ দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। ফলে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শহরের পথে পথে ভ্রাম্যমাণ ভ্যানে ঠান্ডা মাঠা বিক্রি করেন মোল্লাপাড়ার বাসিন্দা সৈয়দ আলী। তিনি বলেন, তাপমাত্রা বাড়লে মাঠা বিক্রি বাড়ে। ১৫ দিন ধরে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লিটার মাঠা বিক্রি হচ্ছে। এর আগে দিনে ২৫-৩০ লিটার বিক্রি করেছেন। যশোরের আফিল অ্যাগ্রো লিমিটেডের পরিচালক মাহবুব আলম বলেন, গরমে গতকাল এক দিনেই খামারের প্রায় ১১ হাজার মুরগি মরেছে।সাতক্ষীরায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিস বলছে, ২৫ বছরের মধ্যে এটাই জেলার সর্বোচ্চ তাপমাত্রা। শহরের খুলনা রোড মোড়ে আবদুল গফুর প্রতিদিন গড়ে ৩০০ কাপ চা বিক্রি করেন। তিনি জানান, প্রচণ্ড গরমে মানুষ চা পান করছেন না। এখন সন্ধ্যার পর ৬০-৭০ কাপের বেশি চা বিক্রি হচ্ছে না। এতে তিনি আর্থিক অনটনে পড়েছেন।গরমে বিপাকে পড়েছেন আমচাষিরাও। সাতক্ষীরা সদর উপজেলার আমচাষি আমজাদ হোসেন বলেন, গাছের গোড়ায় পানি দেওয়ার পরপরই শুকিয়ে যাচ্ছে। আম ঝরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আশানুরূপ আম হবে না।টানা গরমে খেটে খাওয়া মানুষকে স্বস্তি দিতে গতকাল চুয়াডাঙ্গা শহরে একাধিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ খাওয়ার পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। গরমের কারণে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) উম্মে ফারহানা। তিনি বলেন, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে চাপ বেশি। গতকাল ১০০ শয্যার হাসপাতালে ৩৯৭ জন ভর্তি ছিলেন।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামী বুধবার পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা সোম ও মঙ্গলবার এ রকমই থাকতে পারে। তারপর কমতে পারে।সম্প্রতি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে এসেছেন লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা। তিনি প্রথম আলোকে বলেন, টানা তাপপ্রবাহের কারণে দক্ষিণের কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এই তাপপ্রবাহ যত বেশি দিন থাকবে, এর প্রভাবও তত দীর্ঘমেয়াদি হবে। এ থেকে উত্তরণে কৃষি, প্রাণী পালন, মাছ চাষ, ফুল চাষ প্রভৃতি খাত ধরে ধরে কর্মপরিকল্পনা করতে হবে।

ঢাকার বায়ু আজ সকালে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকার অবস্থান সপ্তম।আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৪৮। বায়ুর এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক মানুষ, শিশু ও অন্তঃসত্ত্বা নারী।বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।আজ সকাল ৯টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭৭।দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে চীনের চেংদু ও থাইল্যান্ডের চিয়াং মাই। চেংদুর স্কোর ১৬৯। চিয়াং মাইয়ের ১৬৮।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।